বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ আলীমুজ্জামান খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া।
বক্তারা – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরেন।