Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যায়াং ঘাটে যুব ছদক স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও কার্যকরী কমিটি প্রকাশ

print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াং ঘাট ইউনিয়নের রাঙ্গাপানি ছড়া গ্রামে গতকাল ৯ মার্চ শনিবার ২০২৪ যুব ছদক স্পোর্টিং ক্লাবটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিবন্ধন সনদ গ্রহন ও শুভ উদ্ভোধন ও কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

 

কার্যনির্বাহী কমিটির সভাপতি দিপায়ন চাকমা, সহ সভাপতি নিপুল চাকমা, সাধারণ সম্পাদক রিকু চাকমা, অর্থ সম্পাদক প্রিতন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সমাপ্তি চাকমা, ক্রীড়া সম্পাদক বিটন চাকমা।
উক্ত ক্লাবটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন জীবন বিকাশ তালুকদার, বিমল কান্তি চাকমা, নতুন জীবন চাকমা, দয়া মোহন চাকমা ও চিত্র বিকাশ চাকমা।

 

গতকাল শনিবার যুব ছদক স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যুব ছদক স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দিপায়ন চাকমা সঞ্চালনায় প্রধান অতিথি খাগড়াছড়ি যুব উন্নয়নে উপ-পরিচালক বিপেন্টু চাকমা বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা তৃপ্তিকর চাকমা, মৎস্য প্রশিক্ষক সীমা রানি সরকার, মাইসছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রুপেন্টু দেওয়ান, ক্যায়াং ঘাট ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদার এবং রাঙ্গাপানি ছড়া গ্রামের যুবক ও যুবতী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভাপতি দিপায়ন চাকমা বলেন, যুব ছদক স্পোর্টিং ক্লাবটি ১ জানুয়ারী ২০১৫ সালে স্থাপিত হয়েছে। নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, ক্লাবটি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সম্পূর্ণ অরাজনৈতিক । ক্লাবটি স্থাপিত হওয়ার পর থেকেই সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও মানবতার জন্য কাজ করে চলেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

received 706216815061169

ক্যায়াং ঘাট ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদার বলেন, একটি অরাজনৈতিক সমাজ কল্যাণ ও সেবামুলক সামাজিক সংগঠন। যুব ছদক স্পোর্টিং ক্লাবটি হাতি হাতি পা পা করে ৯ বছর পুর্ণ হয়েছে। এই ক্লাবটি নিবন্ধন পেয়েছে শুনে আমরা খুবই খুশি হয়েছি। ক্লাবের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ। তিনি যুব সমাজের সবাইকে এগিয়ে নিতে এবং কেউ যাহাতে খারাপ কাজে লিপ্ত না হয় সে ব্যাপারেও সচেতনতা মুলক কাজ করে যাচ্ছেন।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বালুর নীচে চাপা পড়ে একজনের মৃত্যু

ক্যায়াং ঘাটে যুব ছদক স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ও কার্যকরী কমিটি প্রকাশ

প্রকাশিত: ০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াং ঘাট ইউনিয়নের রাঙ্গাপানি ছড়া গ্রামে গতকাল ৯ মার্চ শনিবার ২০২৪ যুব ছদক স্পোর্টিং ক্লাবটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিবন্ধন সনদ গ্রহন ও শুভ উদ্ভোধন ও কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

 

কার্যনির্বাহী কমিটির সভাপতি দিপায়ন চাকমা, সহ সভাপতি নিপুল চাকমা, সাধারণ সম্পাদক রিকু চাকমা, অর্থ সম্পাদক প্রিতন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক সমাপ্তি চাকমা, ক্রীড়া সম্পাদক বিটন চাকমা।
উক্ত ক্লাবটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন জীবন বিকাশ তালুকদার, বিমল কান্তি চাকমা, নতুন জীবন চাকমা, দয়া মোহন চাকমা ও চিত্র বিকাশ চাকমা।

 

গতকাল শনিবার যুব ছদক স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যুব ছদক স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা দিপায়ন চাকমা সঞ্চালনায় প্রধান অতিথি খাগড়াছড়ি যুব উন্নয়নে উপ-পরিচালক বিপেন্টু চাকমা বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা তৃপ্তিকর চাকমা, মৎস্য প্রশিক্ষক সীমা রানি সরকার, মাইসছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রুপেন্টু দেওয়ান, ক্যায়াং ঘাট ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদার এবং রাঙ্গাপানি ছড়া গ্রামের যুবক ও যুবতী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভাপতি দিপায়ন চাকমা বলেন, যুব ছদক স্পোর্টিং ক্লাবটি ১ জানুয়ারী ২০১৫ সালে স্থাপিত হয়েছে। নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, ক্লাবটি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সম্পূর্ণ অরাজনৈতিক । ক্লাবটি স্থাপিত হওয়ার পর থেকেই সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা ও মানবতার জন্য কাজ করে চলেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

received 706216815061169

ক্যায়াং ঘাট ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবন বিকাশ তালুকদার বলেন, একটি অরাজনৈতিক সমাজ কল্যাণ ও সেবামুলক সামাজিক সংগঠন। যুব ছদক স্পোর্টিং ক্লাবটি হাতি হাতি পা পা করে ৯ বছর পুর্ণ হয়েছে। এই ক্লাবটি নিবন্ধন পেয়েছে শুনে আমরা খুবই খুশি হয়েছি। ক্লাবের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ। তিনি যুব সমাজের সবাইকে এগিয়ে নিতে এবং কেউ যাহাতে খারাপ কাজে লিপ্ত না হয় সে ব্যাপারেও সচেতনতা মুলক কাজ করে যাচ্ছেন।