রমজানে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
রমজানে দ্রব্যমূল নিয়ন্ত্রণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। দাম বেশি রাখা দায়ের তিনটি দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে উপজেলার মানিকছড়ি বাজার (রাজ বাজার) মনিটরিং করতে আসেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া।
এসময় মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল উপস্থিত ছিলেন।
মুদি দোকান, ফলের দোকান ও মোরগী দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে তিনটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সকল দোকানে বাধ্যতামূলক মূল্য তালিকা ঝুলানো ও অযথা মূল্য বৃদ্ধি না করে কম লাভে মালামাল বিক্রি করার জন্য সকল ব্যবসয়িক পরামর্শ দেন।