এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে পবিত্র রমজান কাল থেকে। আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) ২৪ খ্রি: পবিত্র রমজান মাসের প্রথম রোজা। রমজানের চাঁদ দেখলে বিশ্বনবি যে দোয়াতে পৃথিবী বাসীদের জন্য মঙ্গল কামনা করতেন। আল্লাহু আকবার – আল্লাহ হুম্মা, আনিল্লাহু,আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি, ওয়াত্ তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় কাল মঙ্গলবার ১২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান বা প্রথম রোজা। আজ থেকে বাংলাদেশের মুসল্লিরা মাহে রমজান পালনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কাল ভোর ৪ টা ৫১ মিনিটে সেহরী ও ইফতার বিকাল ৬ টা ০৯ মিনিটে।