Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ গণমাধ্যম কর্মী “চাইথোয়াই মং মারমা” এর শুভ জন্মদিন

print news

 

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটিঃ

আজ ১২ মার্চ  তরুণ সাংবাদিক চাইথোয়াই মং মারমা শুভ জন্মদিন। এই দিনে তিনি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ৪নং ওয়ার্ড হেডম্যান এলাকায় তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন। চাইথোয়াই মং মারমা পড়াশোনা শেষ করেছেন এবং বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বিএসএস অর্নাস এমএ রাষ্ট্র বিজ্ঞান এশিয়ান বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে সম্পন্ন করেছেন।

 

পড়াশুনা শেষ করে চাইথোয়াই মং মারমা জনপ্রিয়  নিউজ পোর্টালে যোগদানের মধ্য দিয়ে কাজ শুরু করেন। পরে বেশ কয়েকটি জনপ্রিয় জাতীয় দৈনিকে কাজ করেছেন  দৈনিক সকালের সময় পত্রিকা (রাজস্থলী উপজেলা প্রতিনিধি) বেঙ্গল টাইমস ইউএসএ স্টাফ রিপোটার রাঙ্গামাটি, এস প্লাস নিউজ কলকাতা ভারত রাঙ্গামাটি প্রতিনিধি বাংলাদেশ হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে সাংবাদিক চাইথোয়াইমং মারমা জন্মদিন উপলক্ষে তার সহকর্মী, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

430282448 439090491899747 8864609713075958096 n

জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাইথোয়াই মং মারমা বলেন, জীবন থেকে হারিয়ে গেলো আরও একটি বছর। জানিনা, চলতে চলতে এ যাত্রার সমাপ্তি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে যেখানেই শেষ হোক না কেনো- অন্তিম মুহুর্তটা যেনো সুখকর হয়।

তিনি আরও বলেন, জ্ঞান হওয়ার পর থেকে সব থেকে অদ্ভুত বছর ছিলো এটি। আঘাত, মানসিক-পারিবারিক-সামাজিক চাপ, ব্যস্ততা, অসুস্থতা সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বছর ছিলো এটি। অভিশপ্ত বছরটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যদিও শিখেছি বাস্তবতা। পরবর্তীতে আমার কাছের এবং দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। আর আমার জন্মদিন সেভাবে পালন করি না কারণ জন্মদিন মানেই তো জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া।

 

চাইথোয়াই মং মারমা সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন। যাতে করে বাকি জীবন সকলের মাঝে সততার সাথে বেঁচে থাকতে পারেন। তার এই জন্মদিনে দৈনিক সকালের সময় পত্রিকা ও পাবর্ত্য চট্টগ্রাম থেকে অনলাই ভিত্তিক সিএইচটি বার্তা ডট কম এর পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমানে জাতীয় ও পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি বার্তা ডট কম এ ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আজ গণমাধ্যম কর্মী “চাইথোয়াই মং মারমা” এর শুভ জন্মদিন

প্রকাশিত: ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
print news

 

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটিঃ

আজ ১২ মার্চ  তরুণ সাংবাদিক চাইথোয়াই মং মারমা শুভ জন্মদিন। এই দিনে তিনি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ৪নং ওয়ার্ড হেডম্যান এলাকায় তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন। চাইথোয়াই মং মারমা পড়াশোনা শেষ করেছেন এবং বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বিএসএস অর্নাস এমএ রাষ্ট্র বিজ্ঞান এশিয়ান বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে সম্পন্ন করেছেন।

 

পড়াশুনা শেষ করে চাইথোয়াই মং মারমা জনপ্রিয়  নিউজ পোর্টালে যোগদানের মধ্য দিয়ে কাজ শুরু করেন। পরে বেশ কয়েকটি জনপ্রিয় জাতীয় দৈনিকে কাজ করেছেন  দৈনিক সকালের সময় পত্রিকা (রাজস্থলী উপজেলা প্রতিনিধি) বেঙ্গল টাইমস ইউএসএ স্টাফ রিপোটার রাঙ্গামাটি, এস প্লাস নিউজ কলকাতা ভারত রাঙ্গামাটি প্রতিনিধি বাংলাদেশ হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে সাংবাদিক চাইথোয়াইমং মারমা জন্মদিন উপলক্ষে তার সহকর্মী, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

430282448 439090491899747 8864609713075958096 n

জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাইথোয়াই মং মারমা বলেন, জীবন থেকে হারিয়ে গেলো আরও একটি বছর। জানিনা, চলতে চলতে এ যাত্রার সমাপ্তি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে যেখানেই শেষ হোক না কেনো- অন্তিম মুহুর্তটা যেনো সুখকর হয়।

তিনি আরও বলেন, জ্ঞান হওয়ার পর থেকে সব থেকে অদ্ভুত বছর ছিলো এটি। আঘাত, মানসিক-পারিবারিক-সামাজিক চাপ, ব্যস্ততা, অসুস্থতা সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বছর ছিলো এটি। অভিশপ্ত বছরটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যদিও শিখেছি বাস্তবতা। পরবর্তীতে আমার কাছের এবং দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। আর আমার জন্মদিন সেভাবে পালন করি না কারণ জন্মদিন মানেই তো জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া।

 

চাইথোয়াই মং মারমা সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন। যাতে করে বাকি জীবন সকলের মাঝে সততার সাথে বেঁচে থাকতে পারেন। তার এই জন্মদিনে দৈনিক সকালের সময় পত্রিকা ও পাবর্ত্য চট্টগ্রাম থেকে অনলাই ভিত্তিক সিএইচটি বার্তা ডট কম এর পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমানে জাতীয় ও পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি বার্তা ডট কম এ ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।