Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাপ্তাই বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে পাচারকৃত জ্বালানি কাঠসহ পিকআপ আটক

print news

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাঙ্গামাটিঃ

 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে  অবৈধভাবে পাচারকালে ২ শত ৩০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়েছে। সেই সাথে অবৈধ পাচারকালে ব্যবহৃত পিকআপ গাড়ি আটক করা হয়েছে।

 

শনিবার (১৬ মার্চ) বিকাল ২টায় কাপ্তাইয়ের ভালুকিয়া হতে রাঙ্গুনিয়া পাচারকালে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এই অভিযান পরিচালনা করেন।  এই সময় ৪১ বিজিবির সদস্যরাও এ অভিযানে সহযোগিতা করেন।

 

432017023 2603953239765222 2493970473995331727 n

 

রেঞ্জ অফিসার জানান, একটি পাচারকারী সিন্ডিকেট দল পিকআপ গাড়ি ভর্তি করে অবধৈভাবে কাঠ পাচারের খবর পায়। এসময় রাইখালী রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে দ্রুত বিজিবিসহ কাঠগুলি আটক করে। আটককৃত জ্বালানি কাঠের বাজার মূল্য ৪৪ হাজার টাকা বলে জানান তিনি ।

 

এসব অবধৈ জব্দ কাঠসহ আটক পিকআপ গাড়িসহ রাইখালী রেঞ্জে আনা হয়েছে। এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় বন মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ ও বন বিভাগ সুত্রটি গণমাধ্যমকে জানান।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বালুর নীচে চাপা পড়ে একজনের মৃত্যু

কাপ্তাই বন বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে পাচারকৃত জ্বালানি কাঠসহ পিকআপ আটক

প্রকাশিত: ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
print news

 

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, রাঙ্গামাটিঃ

 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে  অবৈধভাবে পাচারকালে ২ শত ৩০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়েছে। সেই সাথে অবৈধ পাচারকালে ব্যবহৃত পিকআপ গাড়ি আটক করা হয়েছে।

 

শনিবার (১৬ মার্চ) বিকাল ২টায় কাপ্তাইয়ের ভালুকিয়া হতে রাঙ্গুনিয়া পাচারকালে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এই অভিযান পরিচালনা করেন।  এই সময় ৪১ বিজিবির সদস্যরাও এ অভিযানে সহযোগিতা করেন।

 

432017023 2603953239765222 2493970473995331727 n

 

রেঞ্জ অফিসার জানান, একটি পাচারকারী সিন্ডিকেট দল পিকআপ গাড়ি ভর্তি করে অবধৈভাবে কাঠ পাচারের খবর পায়। এসময় রাইখালী রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে দ্রুত বিজিবিসহ কাঠগুলি আটক করে। আটককৃত জ্বালানি কাঠের বাজার মূল্য ৪৪ হাজার টাকা বলে জানান তিনি ।

 

এসব অবধৈ জব্দ কাঠসহ আটক পিকআপ গাড়িসহ রাইখালী রেঞ্জে আনা হয়েছে। এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় বন মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ ও বন বিভাগ সুত্রটি গণমাধ্যমকে জানান।