সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।
রবিবার (১৭ ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বন বিভাগ এবং পালবার লিংক সেন্টার – বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালী বের করে উপজেলা সামনে এসে শেষ করে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার মো:আলীমুজ্জামান খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসিন সুলতানা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
রুবেল বড়ুয়ার সঞ্চালনায় এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।