সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ড অধিনস্থ হাতির খেদা নামকস্থানে ১৯ মার্চ (মঙ্গলবার) দুপুর ২ টার সময় ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ ওমর শরীফ (৩২) পিতা এরসাদ উল্লাহ নামে এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে নগদ অর্থদণ্ড পরিশোধ করায় অভিযুক্ত ব্যক্তিকে সর্তক করে তাৎক্ষণিক খালাস দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে পাইপসহ বালু উত্তোলনের ২টি মেশিন, ১টি এস্কেভেটর, বালু বোঝাই ১টি ট্রাক এবং প্রায় ৫ হাজার ঘনফুট সাদা বালু জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলেই মোহাম্মদ ওমর শরীফকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাঠি ব্য্যবস্থাপনা এর সংশ্লিষ্ট আইনে ওমর শরীফকে ভ্রাম্য্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বালু উত্তোলনের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রামগড় থানা হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এসময় রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মহসিন সঙ্গীয় পুলিশ ফোর্স ও স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।