ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ জ্ঞানসেন তঞ্চঙ্গ্যা নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাড়ামুখ পাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।
বুধবার (২০ মার্চ) ২ টা ৪০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই মো: মকবুল হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স রাইখালী বাজারস্থ থানা সাম্পান ঘাট মোড়ে আলম স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে তাঁকে ২০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।
এই ব্যাপারে থানার এসআই বলেন, মো: মকবুল হোসেন বাদি হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে আজ বৃহস্পতিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।