কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
সারাদেশের ন্যায় আজ ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ রাঙামাটির কাউখালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ পুষ্পস্তবক অর্পণ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, কাউখালী থানার অফিসার ইনচার্জ, রাজীব চন্দ্র কর ও থানার অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ সহ সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, থানা অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা, বেলুন, ফেষ্টুন উড়িয়ে এবং কুচকাওয়াজ প্যারেড শেষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরিশেষে কাউখালী থানা অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর এর কর্তৃক থানায় বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।