Dhaka , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো এক বৌদ্ধ ভিক্ষু

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে
print news

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যাঃ

 

বিলাইছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৫(পাঁচ) পরিবারের মাঝে পাশে দাড়াঁলো শিশু সদন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেবতিষ্য নামে এক বৌদ্ধ ভিক্ষু।

received 1110998653453456

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে তিনি মানবিক সাহায্য সামগ্রী (জিনিসপত্র) প্রদান করেন। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে প্লেট, জগ, গ্লাস, ছুরি, মগ, ছোট-বড় বিভিন্ন প্রকার পাতিলা, বদনা, গামলা, পাটি, বালতি এবং বিছানার চাঁদর। তিনি জানান, পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা পক্ষ থেকে এইসব প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে।

 

 

এ-সময় উপস্থিত ছিলেন শিশুসদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অংচাখ‌্য‌ই মার্মা (কার্বারী), করুণা তিষ্য ভিক্ষু এবং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

সাজেক লংথিয়ান ও নিউথাংনাং পাড়ায় ২৬ ঘন্টা হেঁটে দূর্গম পাহাড়ে পৌঁছাল প্রশাসনের কম্বল

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালো এক বৌদ্ধ ভিক্ষু

প্রকাশিত: ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
print news

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যাঃ

 

বিলাইছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ৫(পাঁচ) পরিবারের মাঝে পাশে দাড়াঁলো শিশু সদন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেবতিষ্য নামে এক বৌদ্ধ ভিক্ষু।

received 1110998653453456

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে তিনি মানবিক সাহায্য সামগ্রী (জিনিসপত্র) প্রদান করেন। প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে প্লেট, জগ, গ্লাস, ছুরি, মগ, ছোট-বড় বিভিন্ন প্রকার পাতিলা, বদনা, গামলা, পাটি, বালতি এবং বিছানার চাঁদর। তিনি জানান, পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা পক্ষ থেকে এইসব প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে।

 

 

এ-সময় উপস্থিত ছিলেন শিশুসদন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অংচাখ‌্য‌ই মার্মা (কার্বারী), করুণা তিষ্য ভিক্ষু এবং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ।