Dhaka , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্র্যাকের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা

print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

বিলাইছড়িতে গত ২৭ মার্চ হাসপাতাল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মধ্যে ব্র্যাকের মানবিক সাহায্যে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা মাইক্রোফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক বিভূতি চাকমা। তিনি আরো জানান, ব্রাকের মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মার্মার সহযোগিতায় এইসব নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়েছে।

received 1921216071630441 1

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১:০০ টার দিকে এইসব তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বসতবাড়ি পুড়ে যাওয়া স্থানে নিন্মোক্ত তালিকা অনুযায়ী ত্রাণ কার্য সুসম্পন্ন করা হয়। ১. চাউল ২৫ কেজি= ১৬৮০.০০, ২. সোয়াবিন তেল ২ কেজি = ৩৫০.০০, ৩. মসুর ডাল ১ কেজি= ১১০. ০০, ৪. পিয়াজ ১ কেজি= ৯০.০০, ৫. লবন ১ কেজি= ৪৫.০০, ৬. রসুন ২৫০ গ্রা:= ৬০.০০, ৭. গোল আলু ২ কেজি= ৮০.০০, ৮. লাক্স সাবান ১টি= ৫০.০০, পরিবহন ও বিবিধ= ৩৫.০০, জনপ্রতি= ২৫০০.০০, নগদ টাকা = ১৫০০.০০. সর্বমোট = ৪০০০.০০, পরিবার প্রতি দেওয়া হয়।

 

পরিবার গুলো হলো: ১. লাভু বড়ুয়া, ২. মনিঘোষ, ৩. নেত্রী চাকমা ৪. রিতা রাণী দাস, ৫. আরতি রাণী, ৬. রিনা দাস৭. রবি বড়ুয়া, ৮. মো: সাত্তার। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান (বিডিসি) রাঙ্গামাটি, মো: আলআমিন (এ,এম) কাপ্তাই, আসিকুর রহমান (বি,এম) বড়ইছড়ি শাখা, হিসাব কর্মকর্তা ও মাইক্রো ফাইন্যান্স (পি ও) গন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ,পি, চেয়ারম্যান প্রতিনিধি সন্মানিত মেম্বার মো: ওমর ফারুক ও স্থানীয় সুধীজন প্রমুখ।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

সাজেক লংথিয়ান ও নিউথাংনাং পাড়ায় ২৬ ঘন্টা হেঁটে দূর্গম পাহাড়ে পৌঁছাল প্রশাসনের কম্বল

বিলাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্র্যাকের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা

প্রকাশিত: ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

বিলাইছড়িতে গত ২৭ মার্চ হাসপাতাল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মধ্যে ব্র্যাকের মানবিক সাহায্যে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা মাইক্রোফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক বিভূতি চাকমা। তিনি আরো জানান, ব্রাকের মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মার্মার সহযোগিতায় এইসব নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়েছে।

received 1921216071630441 1

শুক্রবার (২৯ মার্চ) বেলা ১:০০ টার দিকে এইসব তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বসতবাড়ি পুড়ে যাওয়া স্থানে নিন্মোক্ত তালিকা অনুযায়ী ত্রাণ কার্য সুসম্পন্ন করা হয়। ১. চাউল ২৫ কেজি= ১৬৮০.০০, ২. সোয়াবিন তেল ২ কেজি = ৩৫০.০০, ৩. মসুর ডাল ১ কেজি= ১১০. ০০, ৪. পিয়াজ ১ কেজি= ৯০.০০, ৫. লবন ১ কেজি= ৪৫.০০, ৬. রসুন ২৫০ গ্রা:= ৬০.০০, ৭. গোল আলু ২ কেজি= ৮০.০০, ৮. লাক্স সাবান ১টি= ৫০.০০, পরিবহন ও বিবিধ= ৩৫.০০, জনপ্রতি= ২৫০০.০০, নগদ টাকা = ১৫০০.০০. সর্বমোট = ৪০০০.০০, পরিবার প্রতি দেওয়া হয়।

 

পরিবার গুলো হলো: ১. লাভু বড়ুয়া, ২. মনিঘোষ, ৩. নেত্রী চাকমা ৪. রিতা রাণী দাস, ৫. আরতি রাণী, ৬. রিনা দাস৭. রবি বড়ুয়া, ৮. মো: সাত্তার। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান (বিডিসি) রাঙ্গামাটি, মো: আলআমিন (এ,এম) কাপ্তাই, আসিকুর রহমান (বি,এম) বড়ইছড়ি শাখা, হিসাব কর্মকর্তা ও মাইক্রো ফাইন্যান্স (পি ও) গন। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউ,পি, চেয়ারম্যান প্রতিনিধি সন্মানিত মেম্বার মো: ওমর ফারুক ও স্থানীয় সুধীজন প্রমুখ।