বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট বনানি বন বিহারে যথাযগ্য ধর্মীয় মর্যাদায় খাগড়াছড়ি ধর্ম আর্য বন বিহার থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে পরম পুজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রতিবিম্ব আনা হয়েছে। অনুষ্টানকে ঘিরে সকাল থেকে শতশত নারী পুরুষ বিহারে আসতে থাকে। সাজানো হয়েছে পুরো বনানি বন বিহার এলাকা।
আজ ৩০ মার্চ শনিবার ভোর সকালে বাঘাইহাট বনানি বন বিহার থেকে এই শোভাযাত্রা বের হয়ে দিঘীনালা, খাগড়াছড়ি ধর্মপুর বৌদ্ধ বিহারে গিয়ে ধর্মীয় আনুষ্টানিকতার মধ্যদিয়ে সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানের মধ্যদিয়ে সকালে প্রথম পর্ব সমাপ্ত হয়।
এর পর বিকাল ২টার সময়ে পরম পুজ্য বনভান্তের প্রতিবিম্বটি গাড়িতে তুলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাঘাইহাট বনানি বন বিহারে নিয়ে এসে দিনব্যাপির অনুষ্টান সমাপ্ত ঘটে।
এইসময় ধর্মীয় অনুষ্টানে উপস্তিত ছিলেন বাঘাইহাট বনানি বন বিহারের বিহার অধ্যক্ষ কৃপারত্ন স্থবির ভান্তে ও খাগড়াছড়ি ধর্মপুর বন বিহারের অধ্যক্ষ বদ্দজি মহাথের। এছাড়াও আরো উপস্তিত ছিলেন শাক্যবদি চাকমা প্রধান শিক্ষক বাঘাইহাট উচ্চ বিদ্যালয়, লক্ষি কুমার চাকমা প্রধান শিক্ষক রেতকাবা সরকারি প্রার্থিক বিদ্যালয়, বাবুধন চাকমা উপস্তিত ছিলেন।