রুপন চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়িতে গনতান্ত্রিক যুব ফোরামের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংবিধানে সকল জাতি ও জাতিসত্তার স্বীকৃতির দাবিতে যুব সমাজ গর্জে উঠুন’ শ্লোাগানকে সামনে রেখে শুত্রুবার বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সভা শুরুতে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এ উপলক্ষ্যে দুপুর ১টায় উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের বঙ্গলতলিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপিডিএফের সংগঠক আর্জেন্ট চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রত্নজোতি চাকমা গনতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্দীয় কমিটি সদস্য, অর্পনা চাকমা H.W.F সদস্য বাঘাইছড়ি উপজেলা। সভা পরিচালনা করেন যুব নেতা সোহেল চাকমা।
সভায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, অবিলম্বে বাংলাদেশের সংবিধানে সকল জাতিসত্তার স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার, পাহাড়ের সেটলার বাঙালিদের সমতলে সম্মানজনক পুনর্বাসন ও পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখল এবং তেল-গ্যাসসহ সব ধরনের খনিজ সম্পদ অনুসন্ধান প্রক্রিয়া বন্ধ করাসহ পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি ও পুর্ণ স্বায়ত্তশাসন মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।