ছন্দসেন চাকমা, রাঙামাটিঃ
রাঙ্গামাটি জাতীয় পার্টি জেলা কার্যলয়ে জেলা কমিটির উদ্যোগে শুক্রবার (৫মার্চ ২০২৪ইং) বিকাল ৫টা সময় ঈদকে সামনে রেখে জাতীয় পার্টি জেলা অফিসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারুনর রশিদ মাতবর, রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টি সভাপতি। এই সময় জেলা কমিটির সাধারন সম্পাদক বাবু প্রজেশ চাকমা সহ জেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক বাবু প্রজেশ চাকমা। ইফতার পার্টিতে যোগদেন রাঙামাটি জেলা কমিটির নেতৃবর্গ ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ। এইসময় কাউখালী ও কাপ্তাই উপজেলার নেতৃবর্গরা উপস্থিত ছিলেন।