Dhaka , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীতে হঠাৎ বজ্রপাতে নিহত ১

print news

 

বিশেষ প্রতিনিধি, রাঙামাটিঃ

 

রাঙামাটির  রাজস্থলীতে হঠাৎ বৃষ্টি ঘুরি ঘুরি বাতাস সহ  বজ্রপাতে সাজেউ খিয়াং (৪৮) নামে একজনের  মৃত্যু হয়েছে।

 

রোববার (৭ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন। নিহত সাজেউ খিয়াং রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া নিবাসী গ্রামের অংসাউ খিয়াং এর  ছেলে বলে জানা যায়।

 

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ীর সামনে কাজ করার সময় বজ্রপাতসহ ঘুরি ঘুরি বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ সময় সাজেউ খিয়াং বাঁশের বেড়া নিজ গৃহে অবস্থান করছিলেন। এসময়  বিকাল প্রায় ৩টার দিকে বজ্রপাতে তার নিজ বাসার ভিতরে তার মৃত্যু ঘটে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলীতে হঠাৎ বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
print news

 

বিশেষ প্রতিনিধি, রাঙামাটিঃ

 

রাঙামাটির  রাজস্থলীতে হঠাৎ বৃষ্টি ঘুরি ঘুরি বাতাস সহ  বজ্রপাতে সাজেউ খিয়াং (৪৮) নামে একজনের  মৃত্যু হয়েছে।

 

রোববার (৭ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে বলে জানান রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন। নিহত সাজেউ খিয়াং রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনুছড়ি পাড়া নিবাসী গ্রামের অংসাউ খিয়াং এর  ছেলে বলে জানা যায়।

 

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ীর সামনে কাজ করার সময় বজ্রপাতসহ ঘুরি ঘুরি বাতাস ও বৃষ্টি শুরু হয়। এ সময় সাজেউ খিয়াং বাঁশের বেড়া নিজ গৃহে অবস্থান করছিলেন। এসময়  বিকাল প্রায় ৩টার দিকে বজ্রপাতে তার নিজ বাসার ভিতরে তার মৃত্যু ঘটে।