রিপন ওঝা, মহালছড়িঃ
পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনাজোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন- শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গরীব অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর ও বৈসু, সাংগ্রাইং, বিঝু (বৈ-সা-বি) সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনাজোন বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৫ এপ্রিল হতে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চার শতাধিকের অধিক গরীব অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতর ও বৈসু, সাংগ্রাইং, বিঝু (বৈ-সা-বি) সামগ্রী বিতরণ করা হয়। এ প্রেক্ষিতে জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন, উৎসবকে কে সামনে রেখে আমাদের আশেপাশে যে সব গরীব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহন করেছি। পার্বত্য অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর ও বৈসাবি উৎসবের আনন্দ জাতি, ধর্ম, বর্ণ, গৌত্র নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেয়াই মূল লক্ষ্য। এছাড়াও জোন অধিনায়ক আরও জানান যে, পুরো রমজান মাসব্যাপী ৬০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ উল ফিতর ও বৈসু, সাংগ্রাইং, বিঝু (বৈ-সা-বি) সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশের সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।