Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাজেকে কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিঝু উৎসবের সুচনা

  • প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
print news

 

রুপন চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকে পুরাতন বছরের দুঃখ, বেদনা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিঝু উৎসব শুরু তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার সাজেকে কাচালং নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করেছে উপজেলার চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠী সহ বিভিন্ম শ্রেণি পেশার হাজারো মানুষ।

 

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বর্ণাঢ্য র‍্যালী নিয়ে বাঘাইহাট গঙ্গারাম কাচালং নদীর ঘাটে বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা ফুল ভাসায়। শিশু-কিশোর, সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

received 289761220883416
ফুল বিঝু উপভোগ করতে সাজেকে গঙ্গারাম ব্রিজে কাচালং ও গঙ্গারাম নদীর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে ফুল ভাসানো উৎসবে অংশগ্রহণ করেন সাজেক ইউনিয়নের জন প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ফুল বিজু পালনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ হয়।

 

ফুল ভাসানোর শেষে গঙ্গারাম সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা শুরু হয়। এতে অরেন্টু চাকমার চঞ্চালনায় সাবেক সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচয় চাকমা মেম্বার, সুমন চাকমা, নতুন জয় চাকমা সভাপতি সাজেক কার্বারী এসোসিয়েশন, বিমল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

received 457575990025727

সভায় বিজু উদযাপন কমিটির সভাপতি নেলসন চাকমা জানায় সাজেকে বিভিন্ন এলাকায় বিঝু উৎসব উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়েছে আজ ফুল বিঝু এবং আগামীকাল মুল বিঝুর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। এবং নতুন বছর যেন পাহাড়ে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃঘাতি বন্ধ হয় সেই প্রত্যাশা করেন এই সাবেক জন প্রতিনিধি। এছাড়াও আলোচনা সভায় উপস্তিত ছিলেন সুমিতা চাকমা সংরক্ষিত মেম্বার, দয়াধন চাকমা মেম্বার, বাবুধন চাকমা সহ সভাপতি উজো বাজার।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

সাজেকে কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিঝু উৎসবের সুচনা

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
print news

 

রুপন চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকে পুরাতন বছরের দুঃখ, বেদনা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিঝু উৎসব শুরু তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার সাজেকে কাচালং নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করেছে উপজেলার চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠী সহ বিভিন্ম শ্রেণি পেশার হাজারো মানুষ।

 

শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭টায় বর্ণাঢ্য র‍্যালী নিয়ে বাঘাইহাট গঙ্গারাম কাচালং নদীর ঘাটে বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা ফুল ভাসায়। শিশু-কিশোর, সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।

received 289761220883416
ফুল বিঝু উপভোগ করতে সাজেকে গঙ্গারাম ব্রিজে কাচালং ও গঙ্গারাম নদীর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠীর সাথে ফুল ভাসানো উৎসবে অংশগ্রহণ করেন সাজেক ইউনিয়নের জন প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ফুল বিজু পালনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ হয়।

 

ফুল ভাসানোর শেষে গঙ্গারাম সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা শুরু হয়। এতে অরেন্টু চাকমার চঞ্চালনায় সাবেক সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচয় চাকমা মেম্বার, সুমন চাকমা, নতুন জয় চাকমা সভাপতি সাজেক কার্বারী এসোসিয়েশন, বিমল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

received 457575990025727

সভায় বিজু উদযাপন কমিটির সভাপতি নেলসন চাকমা জানায় সাজেকে বিভিন্ন এলাকায় বিঝু উৎসব উপলক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বলি খেলার আয়োজন করা হয়েছে আজ ফুল বিঝু এবং আগামীকাল মুল বিঝুর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। এবং নতুন বছর যেন পাহাড়ে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃঘাতি বন্ধ হয় সেই প্রত্যাশা করেন এই সাবেক জন প্রতিনিধি। এছাড়াও আলোচনা সভায় উপস্তিত ছিলেন সুমিতা চাকমা সংরক্ষিত মেম্বার, দয়াধন চাকমা মেম্বার, বাবুধন চাকমা সহ সভাপতি উজো বাজার।