রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি ধূমনীঘাটের চেক পোস্টের সামনে ১৩এপ্রিল ২০২৪ দিবাগত রাতে ৩.০০ঘটিকার দিকে নারায়নগঞ্জ থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
প্রাথমিক ভাবে জানা যায় যে, সুরমা পরিবহনের গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ব ১২২৭২৩। উক্ত বাসে আনুমানিক বাচ্চা সহ ৪২জন যাত্রী ছিলো। এরমধ্যে দূর্ঘটনায় ১২ জন আহত বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে যথাসম্ভব প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোনের অদম্য সাতান্ন বেঙ্গলের টহলরত নিজস্ব পরিবহণ করে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
জানা যায়, নারায়ণগঞ্জ হতে আসা পর্যটকবাহী বাসটি সাজেক যাচ্ছিল। পর্যটকবাহী বাসটি ধূমনিঘাটের চেক পোস্টের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।