মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বাজার এরিয়ায় ২০ থেকে ২৫ টি গলিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সড়ক ও ড্রেনের জায়গা অবৈধভাবে দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করে রাখায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।এবং ব্যহত হচ্ছে কোটি টাকার উন্নয়ন কাজ।
সরজমিনে গিয়ে দেখা যায় ,পানছড়ি বাজারে প্রধান প্রধান সড়ক ও গলিগুলো বাজারের প্রভাবশালী ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে দখল করে সেখানে দোকান ও স্থাপনা নির্মাণ করে রেখেছে।
নাম প্রকাশহীন স্থানীয় অনেক ব্যবসায়ীরা অভিযোগ জানান, সরকারি রাস্তার ড্রেন দখল করে দোকান ও স্থাপনা নির্মাণ করার ফলে বাজারে পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। এই ছাড়াও অতিরিক্ত বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দুর্গন্ধ পরিবেশের সৃষ্টি হয়। এবং সেই জলাবদ্ধতা স্থান হতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের।
বাজারের ড্রেনের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করে বাজারের সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য তারা বাজার উন্নয়ন কমিটি ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
বাজার উন্নয়ন কমিটির সভাপতি উত্তম দে বলেন, পানছড়ি বাজারে কিছু প্রভাবশালী ব্যবসায়ী সরকারি ড্রেনের রাস্তা দখল করে রেখেছে। আমরা এর আগে তাদের ড্রেনের রাস্তাগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তারা আমাদের কথা শুনেনি। আগামী ১৫ দিনের মধ্যে পানছড়ি বাজারের গলি ও ড্রেনের রাস্তা যারা দখল করে রেখেছেন তারা যদি স্বইচ্ছায় ছেড়ে না দেই আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করবো।