খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় মিথ্যা, অপপ্রচার ও অপবাদ দিয়ে বন্ধ হওয়া মসজিদ নির্মাণ কাজ পুনরায় চালু করতে মানববন্ধন করেছে স্থানীয় মুসল্লীগন ও এলাকাবাসী।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মধ্য বেতছড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীণ মুসল্লী আবুল আসাদ ইব্রাহিম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফুল ইসলাম, স্থানীয় মুসল্লী মো. আবদুর রব বাবু ও মো. সেলিম প্রমূখ।
জহিরুল ইসলাম এর তত্ত্বাধানে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে। সেই সাথে সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চালাচ্ছে।
এ সময় বক্তারা পুনরায় মসজিদটির নির্মাণ কাজ চালু করতে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।