যোগ্যাছলা হেডম্যান পাড়া সাংগ্রাই আলোচনা সভা শান্তি ও সম্প্রতি বজায় রাখতে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়নে মারমা জনগোষ্ঠী মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষে হেডম্যানপাড়া সাংগ্রাই উদযাপন কমিটি আয়োজনে ঐতিহ্যেবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভা সকল সম্প্রদায়কে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে বললেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন।
বুধবার বিকেলে আলোচনা সভায় মানিকছড়ি মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমা ও ইউপি সদস্য অংশেপ্রু মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে কংজরী চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো: সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগে দপ্তর সম্পাদক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল আলম মাসুদ, যুবলীগে সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সামায়উন ফরাজী সামু, যোগ্যাছোলা সাবেক চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, মো: আব্দুল মতিন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, যোগ্যাছোলা ইউনিয়নে আওয়ামীগে সভাপতি মো: তৈয়ব আলী ডা: রমজান আলী প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য বলেন: যোগ্যাছোলা ইউনিয়নে মারমা, ত্রিপুরা, চাকমা, মুসলিম সম্প্রদায় বসবাস। সেই হিসেবে সকল সম্প্রদায়কে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে বললেন তিনি। মারমাদের সাংগ্রাই উৎসবে সকল জাতির মিলনমেলা পরিনত হয়। তিনি আরো বলেন যোগ্যাছোলা ইউনিয়ন আগে তুলনায় অনেক পরিবর্তন হয়েছে বিদ্যুৎ, রাস্তা যোগাযোগসহ বিভিন্ন মসজিদ, মন্দির উন্নয়ন কাজ হয়েছে বলে ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে চ্যানেল আই শিল্পী পায়েল ত্রিপুরা ও হ্লা-রং ব্যান্ড দল পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।