Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও আগামীকাল পানি খেলা

print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

মহালছড়িতে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে থলিপাড়া অংম্রাং ক্লাবের উদ্যোগে বৈসাবি উপলক্ষে আজ ১৯ এপ্রিল ২৪ শুক্রবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল ২০এপ্রিল রোজ শনিবার একই মাঠে মাহা সাংগ্রাইং সাক্র উপলক্ষে পানি খেলা উৎসব অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে মোট ২০টি ফুটবল টিম অংশগ্রহণ করে এবং আজকের ফাইনাল খেলায় বিহারপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে থলিপাড়ার অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।

435044534 1435150954550047 6426057570332191988 n

এসময় খেলায় সেরা গোলদাতা, সেরা গোলকিপার, চ্যাম্পিয়ন ও পরাজিত একাদশের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উক্ত বৈসাবি ফুটবল টুর্নামেন্টে থুইসাঅং মারমা (থুইসা) সভাপতিত্ব ও ক্যসাথোয়াই মারমা সঞ্চালনা করেন।

435025802 2159574631089678 252099319274711287 n

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মেজর মো: মেজবাহ উদ্দিন পিএসসি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুইনুমং চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখার সভাপতি হ্লাশিং মং চৌধুরী, স্থানীয় উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ও আগামীকাল পানি খেলা

প্রকাশিত: ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

মহালছড়িতে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে থলিপাড়া অংম্রাং ক্লাবের উদ্যোগে বৈসাবি উপলক্ষে আজ ১৯ এপ্রিল ২৪ শুক্রবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল ২০এপ্রিল রোজ শনিবার একই মাঠে মাহা সাংগ্রাইং সাক্র উপলক্ষে পানি খেলা উৎসব অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে মোট ২০টি ফুটবল টিম অংশগ্রহণ করে এবং আজকের ফাইনাল খেলায় বিহারপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে থলিপাড়ার অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।

435044534 1435150954550047 6426057570332191988 n

এসময় খেলায় সেরা গোলদাতা, সেরা গোলকিপার, চ্যাম্পিয়ন ও পরাজিত একাদশের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। উক্ত বৈসাবি ফুটবল টুর্নামেন্টে থুইসাঅং মারমা (থুইসা) সভাপতিত্ব ও ক্যসাথোয়াই মারমা সঞ্চালনা করেন।

435025802 2159574631089678 252099319274711287 n

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মেজর মো: মেজবাহ উদ্দিন পিএসসি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুইনুমং চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখার সভাপতি হ্লাশিং মং চৌধুরী, স্থানীয় উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।