মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
“বন্ধুর সাথে বন্ধুরর পথ পাড়ি দিবো” হউক শপথ, এই শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ সালের বন্ধু বান্ধবীদের সাথে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) ২০২৪ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে বাংলাদেশের বিভিন্ন জেলার বন্ধু বান্ধবীসহ খাগড়াছড়ি জেলার বন্ধুরাও এই মিলন মেলায় অংশ গ্রহণ করে। সকাল ১০ টা থেকে সকলে অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকে। এসময় অনেক এ আবেগে আপ্লুত হয়ে পড়ে দীর্ঘ ১০ বছর ১৫ বছর পর বন্ধুদের সাথে দেখা করতে পেরে। সকলের মধ্যে ছিলো আনন্দের বহিঃপ্রকাশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্টান। অনুষ্ঠানে ছিলো বন্ধুদের জন্য বল নিক্ষেপ খেলা, বান্ধবীদের জন্য চেয়ার খেলা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, সাংস্কৃতিক অনুষ্টান, রাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
এমন অনুষ্টানে থাকতে পেরে সকলে আনন্দিত বলে বহিঃপ্রকাশ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় দীর্ঘ একমাস ধরে বন্ধুদের সাথে যোগাযোগ করে এই অনুষ্টান সাজানো হয়। আমরা চেষ্টা করেছি সকলকে এক জায়গায় করে একটা দিন নিজেদের মত করে কাটাতে দীর্ঘ সময় একে অন্যের সাথে দেখা হয় না তাই এমন আয়োজনের চিন্তা করা হয়। অনুষ্টানে খাগড়াছড়ি সহ সারা বাংলাদেশের প্রায় ২০০ জন বন্ধু বান্ধবী একত্রিত হয়েছে।