ছন্দসেন চাকমাঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাবুড়া পাড়া সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আজ ২৩শে এপ্রিল ২০২৪ইং ২ তম সার্বজনীন বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, মহা মঙ্গল সূত্র শ্রবণ পূন্যানুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে পঞ্চশীল ও পরিত্রাণ প্রার্থনা করেন প্রসন্না চাকমা, অনুষ্টান পরিচালনা করেন সুমন চাকমা।
পুন্যানুষ্টানে ধমীয় দেশনা প্রদান করেন, শ্রীমৎ জীনবোধি মহাস্থবির, অধ্যক্ষ বোধিপুর বন বিহার, শ্রীমৎ আর্য্যশ্রী মহাস্থবির অধ্যক্ষ মুনিপুর বন বিহার লোগাং।
পুন্যানুষ্টানে পঞ্চশীল ও পরিত্রান প্রাথনা করেন প্রসন্না চাকমা। পুন্যানুষ্টানে বাবুড়া পাড়া এলাকাবাসীসহ বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ পুর্ন্যার্থীরা অংশগ্রহন করেন।