মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা।মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। এরপরই চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মাঠে প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনী সভা, ঘরোয়া আলাপে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছেন পুরো মানিকছড়ি উপজেলা জুড়েই।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন (আনারস), মো. রফিকুল ইসলাম (দোয়াত কলম), আবদুল হামিদ (মোটরসাইকেল)। পুরুষ ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল আলম মাসুদ (তালা), সামায়উন ফরাজী সামু (টিউবওয়েল), মো. মোকতাদের হোসেন (বই), চলাপ্রু মারমা নিলয় (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার (ফুটবল), নূর জাহান আফরিন লাকি (হাঁস)।
এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৮ মে ভোটে অংশ নেবেন প্রার্থীরা। এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে পাড়ায় ও দোকানের জনসংযোগ শুরু করছেন প্রার্থীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন গত সোমবার সন্ধ্যায় গচ্ছাবিল, গভামারা, ওসমানপল্লি, হাতিমুড়া বাজারে একাধিক নির্বাচনী ঘরোয়া বৈঠক ও কুশল বিনিময় করেছেন। পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও পাড়ায় ও বাজারে প্রচারণা করছেন।
মন্তব্য করুন