বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক ও নৌপথ অর্ধদিবস সড়ক অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ) বাঘাইছড়ি ইউনিট-এর ডাকে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে। আজ ২৫ এপ্রিল ২০২৪ ভোর ৬ টার সময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট রেতকাবা চৌমূহনী, নাকশোছড়ি, ১৪ কিলো ও মাচালং ব্রিজ পাড়া এলাকায় রাষ্টায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে নেতা কর্মীরা।
উল্লেখ্য, বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যায় বাধা-নিষেধের প্রতিবাদে ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিট ও সহযোগী সংগঠনগুলো এই অবরোধ কর্মসূচি পালন করে। তবে অবরোধ চলাকালিন রাঙ্গামাটি সদর সাপছড়িতে পিকেটিংয়ে বাধা প্রদান করলে পিকেটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময়ে হিল উইমেস্নন ফেডারেশনের দুই নারীকে আটকের চেষ্টা করেছে সেনাবাহিনী।
এদিকে তিনি শান্তিপূর্ণ সড়ক অবরোধের মতো গণতান্ত্রিক কর্মসূচিতেও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপ ও নারী নেত্রীদের আটকের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানান নেতা কর্মীরা বাঘাইছড়ি ইউনিটের ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, চলমান কেএনএফ-বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নারী-শিশুসহ গণগ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে তথা পার্বত্য চট্টগ্রামে জাতিগত দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।
অবিলম্ব বান্দরবানে যৌথ অভিযানে গ্রেফতারকৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, গণগ্রেফতার ও নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত বেআইনী বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।