Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুকে রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান

print news

 

বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ

 

একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুকে রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ এর পক্ষ থেকে গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এবং আদর্শ পাড়া এলাকাবাসী, সাধনানন্দ বনভান্তে ভাবনা প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটির ড. জিনবোধি ভিক্ষু বৌদ্ধ কল্যাণ ছাত্রাবাস এর যৌথ উদ্যোগে সার্বজনীন মহতী পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়।

 

440024759 2855332997947225 3473783200684851412 n

রবিবার (২১ এপ্রিল) রাঙামাটির সাধনানন্দ বনভান্তে ভাবনা প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রাবাসের কর্তৃপক্ষ ও আদর্শপাড়া এলাকাবাসীদের যৌথ উদ্যোগে গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্টান উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ দানের যজ্ঞ সহ এক মহতীপুন্যানুষ্টান আয়োজন করা হয়। মহতিপুণ্যানুষ্টানে শতশত পূর্ণ্যার্থী অংশগ্রহন করেন।

439815576 2855336777946847 3303760767831618532 n

অনুষ্টানে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বৌদ্ধ ধর্মকে যারা সঠিক নিয়মে প্রতিপালন করেন কেবল তারাই বোঝেন বৌদ্ধ ধর্ম কি, কেমন। যারা প্রকৃতপক্ষে লালনপালন বা মানেন তারাই বলতে পারেন এই বৌদ্ধ ধর্মে কি আছে। সুতরাং সঠিক পন্থায় সঠিক নিয়মে বৌদ্ধ ধর্মকে চর্চা, ভাবনা, পঞ্চশীল রক্ষা অতিব বাঞ্চনীয়। সবাইকে বুদ্ধের আদর্শকে মেনে চলার আহ্বান জানান তিনি।

437099543 2855336114613580 3300852280407354954 n 1

প্রসঙ্গত, আগামী শুক্রবার ২৬ এপ্রিল সকাল ৯টায়  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা ও রাঙ্গামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি রাঙ্গাশ্রী ক্লাব সেন্টারের দ্বিতীয় তলায় এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। ঐক্য পরিষদ জেলা ও উপজেলা শাখার সকল সদস্য বৃন্দকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুকে রাঙামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
print news

 

বিশেষ প্রতিবেদক, রাঙামাটিঃ

 

একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষুকে রাঙ্গামাটি সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ এর পক্ষ থেকে গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। এবং আদর্শ পাড়া এলাকাবাসী, সাধনানন্দ বনভান্তে ভাবনা প্রশিক্ষণ কেন্দ্র, রাঙ্গামাটির ড. জিনবোধি ভিক্ষু বৌদ্ধ কল্যাণ ছাত্রাবাস এর যৌথ উদ্যোগে সার্বজনীন মহতী পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়।

 

440024759 2855332997947225 3473783200684851412 n

রবিবার (২১ এপ্রিল) রাঙামাটির সাধনানন্দ বনভান্তে ভাবনা প্রশিক্ষণ কেন্দ্র ছাত্রাবাসের কর্তৃপক্ষ ও আদর্শপাড়া এলাকাবাসীদের যৌথ উদ্যোগে গণসংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্টান উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ দানের যজ্ঞ সহ এক মহতীপুন্যানুষ্টান আয়োজন করা হয়। মহতিপুণ্যানুষ্টানে শতশত পূর্ণ্যার্থী অংশগ্রহন করেন।

439815576 2855336777946847 3303760767831618532 n

অনুষ্টানে ড. জিনবোধি ভিক্ষু বলেন, বৌদ্ধ ধর্মকে যারা সঠিক নিয়মে প্রতিপালন করেন কেবল তারাই বোঝেন বৌদ্ধ ধর্ম কি, কেমন। যারা প্রকৃতপক্ষে লালনপালন বা মানেন তারাই বলতে পারেন এই বৌদ্ধ ধর্মে কি আছে। সুতরাং সঠিক পন্থায় সঠিক নিয়মে বৌদ্ধ ধর্মকে চর্চা, ভাবনা, পঞ্চশীল রক্ষা অতিব বাঞ্চনীয়। সবাইকে বুদ্ধের আদর্শকে মেনে চলার আহ্বান জানান তিনি।

437099543 2855336114613580 3300852280407354954 n 1

প্রসঙ্গত, আগামী শুক্রবার ২৬ এপ্রিল সকাল ৯টায়  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা ও রাঙ্গামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি রাঙ্গাশ্রী ক্লাব সেন্টারের দ্বিতীয় তলায় এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। ঐক্য পরিষদ জেলা ও উপজেলা শাখার সকল সদস্য বৃন্দকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।