নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীতে সবর্জনীন পেনশন স্কীম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৃহত্তর মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মাইনী বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেলের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইনী বাজার কমিটির সভাপতি আব্দুর রশীদ, হেডম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাছ মিঞা খান, মাওলানা সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সচিব আব্দুল বারী ও বাজার কমিটির সহ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, গণমাধ্যমকর্মী, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরণ সভায় বক্তব্যে বলেন, সর্বজনীন পেনশন স্কীম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কীমে সরকারের গৃহীত একটি দীর্ঘ প্রসারী চিন্তা চেতনার ফসল। এই পেনশন স্কীম জনগণের ভবিষ্যৎ সঞ্চয় হিসেবে কাজ করবে বলে জানান তারা। এছাড়া দ্রুত উপজেলার সকলকে এই পেনশন স্কীমের আওতায় আনতে সকলকে দিকনির্দেশনা প্রদান করা হয়।