Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহালছড়িতে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে

print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২ মে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

জানা যায়, চেয়ারম্যান পদে এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা, একই সংগঠনের মহালছড়ি থানা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা ও মহালছড়ি উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী ও আওয়ামী নেত্রী মোছাঃ জাহানারা বেগন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

received 309914278813466

নমিনেশন জমা দানের বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ২ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

উল্লেখ্য যে, গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০হাজার টাকা, তা বাড়িয়ে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান(পুরুষ ও মহিলা) পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে (ইসি)। এখন জামানত রক্ষায় প্রার্থীদের প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেতে হয়। এটি ১৫ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থাৎ কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এছাড়া সাদাকালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ছাপানো যাবে, এমন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

IMG 20240502 WA0006 1

নমিনেশন ফরম জমা দেয়ার পরে প্রার্থীগণ বলেন, চলতি মাসের উপজেলা পরিষদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সমান পরিবেশের মাঠ তৈরি করতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি। আশা করছি নির্বাচনে প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে নমিনেশন জমা দানের বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ করেন।

 

প্রসঙ্গত যে, প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২মে। ৫মে রবিবার মনোনয়ন বাছাইকরণ, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তির তারিখ ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে রোজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় মোট ভোটার ৩৬,৬০২ জন।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

মহালছড়িতে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে

প্রকাশিত: ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
print news

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২ মে বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

জানা যায়, চেয়ারম্যান পদে এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা, একই সংগঠনের মহালছড়ি থানা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা ও মহালছড়ি উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী ও আওয়ামী নেত্রী মোছাঃ জাহানারা বেগন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

received 309914278813466

নমিনেশন জমা দানের বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ২ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

উল্লেখ্য যে, গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০হাজার টাকা, তা বাড়িয়ে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান(পুরুষ ও মহিলা) পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে (ইসি)। এখন জামানত রক্ষায় প্রার্থীদের প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেতে হয়। এটি ১৫ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থাৎ কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে তাঁর জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এছাড়া সাদাকালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ছাপানো যাবে, এমন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

IMG 20240502 WA0006 1

নমিনেশন ফরম জমা দেয়ার পরে প্রার্থীগণ বলেন, চলতি মাসের উপজেলা পরিষদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সমান পরিবেশের মাঠ তৈরি করতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি। আশা করছি নির্বাচনে প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে নমিনেশন জমা দানের বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ করেন।

 

প্রসঙ্গত যে, প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২মে। ৫মে রবিবার মনোনয়ন বাছাইকরণ, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তির তারিখ ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে রোজ বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় মোট ভোটার ৩৬,৬০২ জন।