বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়নের আওতায় প্রকল্প
কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে হর্টিকালচার রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যেগে কাউখালী উপজেলাধীন ঘাগড়া কলেজ হলরুমে কৃষক-কৃষাণীদের গত ৩ ও ৪ মে দুইদিন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়নের আওতার প্রকল্প প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আজ শনিবার (৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কৃষি বিষয়ক উপর এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ হর্টিকালচার রাঙামাটি জেলার উপপরিচালক মোঃ শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল সরকার সহ হর্টিকালচার রাঙামাটি জেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।