সিনিয়র প্রতিবেদক, রাঙামাটিঃ
সারাদেশে মতো রাঙামাটি জেলার ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে চারটি উপজেলার মধ্যে ২টিতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত এবং ২টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
জেএসএস সমর্থিতদের মধ্যে রাঙামাটি সদরে চেয়ারম্যান পদে অন্ন সাধন চাকমা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পলাশ কুসুম চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী) রিতা চাকমা এবং বরকলে চেয়ারম্যান পদে বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) জ্ঞান জ্যোতি চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী) সুচরিতা চাকমা।
আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে কাউখালীতে মো. শামসুদ্দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) লাথোয়াই মারমা ও ভাইস চেয়ারম্যান (নারী) নিংবাইউ মারমা এবং জুরাছড়িতে চেয়ারম্যান পদে জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান (পুরুষ স্বতন্ত্র) কামিনী রঞ্জন চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী স্বতন্ত্র) অনিতা দেবী চাকমা প্রাথমিভাবে নির্বাচিত হয়েছেন।