Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে পাশের হার ৬৭.২১%, জিপিএ ৫ – ১

print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট পাশের হার শতকরা ৬৭.২১% এবং জিপিএ -১ জন শিক্ষার্থী বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) বিভীষণ চাকমা।

 

রবিবার (১২ মে ) দুপুর ১:০০ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, ২০২৪ ইং সনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও অন্যান্য ফলাফল ঘোষণা করা হয়। তাই বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষর্থীর সংখ্যা ২১০ শিকার্থী,  উত্তীর্ণ ১২০ শিক্ষার্থী, পাশের হার ৫৭.১৪ %, অনুত্তীর্ণ ৯০ জন শিক্ষার্থী।

441209682 302954412854046 7215840563121375089 n

অন্যদিকে, ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮৫ জন শিক্ষার্থী, পাশের হার ৮৯.৪৭ %, অনুত্তীর্ণ ১০ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ৩০৫, উত্তীর্ণ ২০৫, অনুত্তীর্ণ ১০০ জন শিক্ষার্থী বলে জানা গেছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বালুর নীচে চাপা পড়ে একজনের মৃত্যু

বিলাইছড়িতে পাশের হার ৬৭.২১%, জিপিএ ৫ – ১

প্রকাশিত: ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট পাশের হার শতকরা ৬৭.২১% এবং জিপিএ -১ জন শিক্ষার্থী বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) বিভীষণ চাকমা।

 

রবিবার (১২ মে ) দুপুর ১:০০ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, ২০২৪ ইং সনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও অন্যান্য ফলাফল ঘোষণা করা হয়। তাই বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষর্থীর সংখ্যা ২১০ শিকার্থী,  উত্তীর্ণ ১২০ শিক্ষার্থী, পাশের হার ৫৭.১৪ %, অনুত্তীর্ণ ৯০ জন শিক্ষার্থী।

441209682 302954412854046 7215840563121375089 n

অন্যদিকে, ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮৫ জন শিক্ষার্থী, পাশের হার ৮৯.৪৭ %, অনুত্তীর্ণ ১০ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ৩০৫, উত্তীর্ণ ২০৫, অনুত্তীর্ণ ১০০ জন শিক্ষার্থী বলে জানা গেছে।