বিশেষ প্রতিবেদক, টাঙ্গাইলঃ
তাহের ব্রাদার্স কন্ট্রাকশন, রাস্তা উন্নয়নের কাজের পাশাপাশি বাজারের ড্রেনেজ (পানি নিষ্কাশনের) কাজও করছে কিন্তু সেই কাজ করতে গিয়ে প্রায়ই বিতর্কের সৃষ্টি করছে কিছু অসাধু কর্মকর্তা। তেমনি একটি কাজ মধুপুর উপজেলার জলছত্র বাজারের অগ্নী সেনা ক্লাবের সিঁড়ি এবং বিল্ডিং এর অংশ রেখেই ড্রেনের কাজ করে যাচ্ছে। এভাবে এক জায়গায় বেশি জায়গা নিচ্ছে আরেক জায়গায় কম নিচ্ছে এই ধরনের অনিয়মের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন – দায়িত্ব প্রাপ্ত কয়েকজন অসাধু কর্মকর্তাকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েই কাজগুলো এইদিক সেইদিক হয়ে যাচ্ছে! এর আগেও জলছত্র বাজারের কুলি শ্রমিক অফিসের জায়গায় কিছুটা ড্রেন ঘুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে বাজারে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল!
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ব্যক্তি জানান – কয়েকজন অসাধু কর্মকর্তা আছে তাদেরকে সুবিধা দিলেই জায়গার মাপ এইদিক সেইদিক করে দিচ্ছে। যেখানে রাস্তার দূরত্ব থেকে একই মাপে ড্রেনের কাজ হওয়ার কথা কিন্তু সেখানে তা হচ্ছে না। দেশের এই বৃহত্তম কলার বাজার এমনিতেই ভীড় লেগে থাকে সপ্তাহে পাঁচ দিন, সে কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তখন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভীড় ঠেলে চলার কোনো উপায় থাকে না সৃষ্টি হয় অসহনীয় দুর্ভোগ। তখন এই ড্রেনের উপর দিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত সাধারণের মনে আশা এবং খুশির ঝিলিক দেখা দিয়েছিল কিন্তু সেটি তাহের ব্রাদার্স কন্ট্রাকশনের কিছু অসাধু কর্মকর্তা এবং স্বেচ্ছাচারী অগ্নী সেনা ক্লাবের সদস্যদের জন্য ভেস্তে যেতে বসেছে। শুধু পানি নিষ্কাশনের জন্য ড্রেন নয়, ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করবেন এমটাই প্রত্যাশা সাধারণ জনগণের।
সাধারণ জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীদের চাওয়া সব জায়গায় যেন মাপটা একইভাবে নেওয়া হয়। এই ব্যাপারটি নিয়ে সাধারণ জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ জনগণ এবং স্থানীয় ব্যবসায়ীদের চাওয়া মধুপুর প্রসাশন যেন এই ব্যাপারে সুদৃষ্টি দেন এবং আইনগত ব্যবস্থা গ্ৰহণ করেন।