Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যামারদের বিরুদ্ধে দুদক এ অভিযোগ

print news

 

 

বিশেষ প্রতিবেদক, টাঙ্গাইলঃ

 

মধুপুরে দামী গাড়ি আলিশান বাড়ি রাজকীয় জীবন সত্যিই অন্য জায়গার মানুষদের জন্য হিংসা লাগার মত অনেক কিছু। যাদের জীবন কয়েক বছর আগেও কাটতো নিদারুণ কষ্টে কেউ ভ্যান চালাত কেউ অটো চালাত, কেউ কাজ করতো দিনমজুরের কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের জীবন বদলে যেতে থাকে রাজকীয় বিলাসী জীবনের পাশাপাশি মাদক, নারীদের নিয়ে বিলাসী ভ্রমণ এ যেন এক রূপকথার গল্পের মতো রঙ্গীন প্রজাপতির জীবন। এ যেন আলাদিন চেরাগের দৈত্য এসে সব কিছু করে বদলে দিয়েছে – বলছিলাম মধুপুর বিভিন্ন বয়সী ইন্টারনেট ফ্রিল্যান্সিং এর অন্তরালে অবৈধ স্ক্যামিং এর কথা।

 

এই ব্যপারে কেন্দ্রীয় ঢাকা দুদকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে জানা যায় – মধুপুর টাঙ্গাইল একটি প্রতারক চক্র, তাহারা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিভিন্ন আইডি খুলিয়া ইউরোপ কান্ট্রি লোকদের সহিত সেক্সুয়াল চ্যাটিং করে এবং যৌন চাহিদা পুরনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাহারা বিভিন্ন লোকের ব্যাংক একাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা ডলার হাতিয়ে নিচ্ছে এবং এই কাজগুলো যারা করছে তাদের পারিশ্রমিক হিসাবে তাহারা শুধু নাম মাত্র মূল্যে কিছু টাকা এবং নেশা দ্রব্য পায়। তাহাতে শুধু তাদের থাকা খাওয়াই হয় আর নেশার চাহিদা মেটে। এই প্রতারক চক্র কিছু দিন আগেও তেমন কোনো কাজ কাম করতো না। ইদানিং এমন অবস্থা তাহাদের যে, দামী গাড়ী, বাড়ী একাধিক কোম্পানী, বিভিন্ন ব্যবসা করেও অবৈধ ভাবে উর্পাজন করছে কোটি কোটি টাকা। এমনকি লাখ লাখ টাকা প্রতিদিন নেশার পিছনে ব্যয় করছে। তাহারা দলীয় পর্যায়ের লোকদের নিজেদের টাকা খরচ করে মেম্বার ও চেয়ারম্যান বানিয়ে তাহাদের ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি এলাকায় মাদক সহ নানা অপকর্ম বিস্তার করে আসতেছে। এমতাবস্থায় তাদের উক্তরুপ কার্যকলাপে অনলাইনে থাকা সাধারন যুবক যুবতীরা নানা অপকর্ম ও এলাকার যুবকরা নেশার জগতে হারিয়ে যাচ্ছে। এই এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মেধাশূন্য হয়ে পড়বে।

WhatsApp Image 2024 05 17 at 9.54.25 PM 1

 

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।

 

 

এই প্রতারণার অভিযোগে যাদের নাম উঠে এসেছে –

 

১। সেলিম রানা, পিতা রফিকুল, সাং। বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ২। আলামিন, পিতা মো: জলিল (অব) বিডিয়ার, ৩। রকি, পিতা হারুন মাষ্টার, উভয় সাং: বোয়ালী, থানা। মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৪। আতিক, পিতা আঃ আজিজ, সাং: বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৪। মোঃ রাব্বি, পিতা মতি ড্রাইভার, সাং: ভাইঘাট, থানা: ধনবাড়ী, জেলা: টাঙ্গাইল, ৫। সানি, পিতা অজ্ঞাত, সাং: পিরোজপুর, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৬। মিজান, পিতা তুলা মিয়া, সাং: বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৭। বাবুল, পিতা অজ্ঞাত, সাং: পচিশা, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৮। শ্রী সোহাগ বর্মণ (৩৫) পিতা: অজ্ঞাত, সাং: জলছত্র (গাছাবাড়ী) থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল। অজ্ঞাত আরো ৪০ জনের অধিক।

WhatsApp Image 2024 05 17 at 9.54.25 PM

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

স্ক্যামারদের বিরুদ্ধে দুদক এ অভিযোগ

প্রকাশিত: ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
print news

 

 

বিশেষ প্রতিবেদক, টাঙ্গাইলঃ

 

মধুপুরে দামী গাড়ি আলিশান বাড়ি রাজকীয় জীবন সত্যিই অন্য জায়গার মানুষদের জন্য হিংসা লাগার মত অনেক কিছু। যাদের জীবন কয়েক বছর আগেও কাটতো নিদারুণ কষ্টে কেউ ভ্যান চালাত কেউ অটো চালাত, কেউ কাজ করতো দিনমজুরের কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের জীবন বদলে যেতে থাকে রাজকীয় বিলাসী জীবনের পাশাপাশি মাদক, নারীদের নিয়ে বিলাসী ভ্রমণ এ যেন এক রূপকথার গল্পের মতো রঙ্গীন প্রজাপতির জীবন। এ যেন আলাদিন চেরাগের দৈত্য এসে সব কিছু করে বদলে দিয়েছে – বলছিলাম মধুপুর বিভিন্ন বয়সী ইন্টারনেট ফ্রিল্যান্সিং এর অন্তরালে অবৈধ স্ক্যামিং এর কথা।

 

এই ব্যপারে কেন্দ্রীয় ঢাকা দুদকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে জানা যায় – মধুপুর টাঙ্গাইল একটি প্রতারক চক্র, তাহারা বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিভিন্ন আইডি খুলিয়া ইউরোপ কান্ট্রি লোকদের সহিত সেক্সুয়াল চ্যাটিং করে এবং যৌন চাহিদা পুরনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাহারা বিভিন্ন লোকের ব্যাংক একাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা ডলার হাতিয়ে নিচ্ছে এবং এই কাজগুলো যারা করছে তাদের পারিশ্রমিক হিসাবে তাহারা শুধু নাম মাত্র মূল্যে কিছু টাকা এবং নেশা দ্রব্য পায়। তাহাতে শুধু তাদের থাকা খাওয়াই হয় আর নেশার চাহিদা মেটে। এই প্রতারক চক্র কিছু দিন আগেও তেমন কোনো কাজ কাম করতো না। ইদানিং এমন অবস্থা তাহাদের যে, দামী গাড়ী, বাড়ী একাধিক কোম্পানী, বিভিন্ন ব্যবসা করেও অবৈধ ভাবে উর্পাজন করছে কোটি কোটি টাকা। এমনকি লাখ লাখ টাকা প্রতিদিন নেশার পিছনে ব্যয় করছে। তাহারা দলীয় পর্যায়ের লোকদের নিজেদের টাকা খরচ করে মেম্বার ও চেয়ারম্যান বানিয়ে তাহাদের ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি এলাকায় মাদক সহ নানা অপকর্ম বিস্তার করে আসতেছে। এমতাবস্থায় তাদের উক্তরুপ কার্যকলাপে অনলাইনে থাকা সাধারন যুবক যুবতীরা নানা অপকর্ম ও এলাকার যুবকরা নেশার জগতে হারিয়ে যাচ্ছে। এই এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মেধাশূন্য হয়ে পড়বে।

WhatsApp Image 2024 05 17 at 9.54.25 PM 1

 

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা পূর্বক বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।

 

 

এই প্রতারণার অভিযোগে যাদের নাম উঠে এসেছে –

 

১। সেলিম রানা, পিতা রফিকুল, সাং। বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ২। আলামিন, পিতা মো: জলিল (অব) বিডিয়ার, ৩। রকি, পিতা হারুন মাষ্টার, উভয় সাং: বোয়ালী, থানা। মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৪। আতিক, পিতা আঃ আজিজ, সাং: বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৪। মোঃ রাব্বি, পিতা মতি ড্রাইভার, সাং: ভাইঘাট, থানা: ধনবাড়ী, জেলা: টাঙ্গাইল, ৫। সানি, পিতা অজ্ঞাত, সাং: পিরোজপুর, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৬। মিজান, পিতা তুলা মিয়া, সাং: বোয়ালী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৭। বাবুল, পিতা অজ্ঞাত, সাং: পচিশা, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল, ৮। শ্রী সোহাগ বর্মণ (৩৫) পিতা: অজ্ঞাত, সাং: জলছত্র (গাছাবাড়ী) থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল। অজ্ঞাত আরো ৪০ জনের অধিক।

WhatsApp Image 2024 05 17 at 9.54.25 PM