নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটি কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন একটি মাহিন্দ্রা গাড়ি হস্তান্তর করেন পুলিশ সুপার।
রবিবার ১৯ মে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার অপারেশনাল কার্যক্রমকে আরো গতিশীল করা, থানা এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধ দমনে আরো সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত একটি মাহিন্দ্রা গাড়ি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী’র নিকট হস্তান্তর করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার রাঙ্গামাটিবাসীর সেবার সুবিধার্থে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক ক্রয়কৃত গাড়িটি জননিরাপত্তা, অপারেশনাল কাজে গতিশীলতা , অপরাধ দমন এবং দৈনন্দিন পুলিশিং কার্যক্রম সম্পাদনে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম উপস্থিত ছিলেন।