মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্য মনি চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।
রবিবার সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার সদরের জামতলা এলাকায় খাগড়াছড়ি টু চট্রগ্রাম সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমা।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল লংগদুতে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছেন। এই খুনের দায়ে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে তার বিচার করতে হবে।
তারা আরো বলেন, ইউপিডিএফসহ তার সহযোগী সংগঠনগুলো জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। গুম করে ইউপিডিএফের নেতৃত্বে চলমান ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা যাবে না। পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা না পর্যন্ত জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে হত্যার ঘটনায় জড়িত জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পিসিপি ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিকতা বাতিল করে পিসিপি রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফ-এর ডাকা ২০ মে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের কর্মী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।