কাউখালী প্রতিনিধিঃ
কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা নামক প্রতিদিনের মতো তার সহপাঠীদের সঙ্গে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে রাঙামাটিগামী সিএনজির ধাক্কায় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর পড়ুয়া এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। এসময় তার সহপাঠীরা তাকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত ছাত্রীর নাম ম্রাবংচিং মারমা (১২)। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ মে) বিকেল আনুমানিক ৪.১৫ ঘটিকায়।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানাগেছে, বিকেলে স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠী মিলে বাড়িতে ফেরার পথে ঘাগড়া এলাকায় সিএনজি বিপরীতে দিক থেকে আসা ছাত্রীটিকে স্বজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে লুটে পড়ে যায়। পরে সহপাঠীরা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক ডিউটি ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন। এদিকে ধাক্কা দেয়া সিএনজিটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যার সিএনজি গাড়ির নাম্বার রাঙামাটি থ- ১১-০২৯৭।
এদিকে আহত শিক্ষার্থী এখনো রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় অভিযোগ করা হয়নি।