Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বা:হা: হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালিত

print news

 

 

চাইথোয়াইমং মারমাঃ

 

রাঙ্গাামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সুপরিচিত বৌদ্ধ ধর্মের বা: হা: হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা মহাসমারোহে পালিত হয়েছে।

 

আজ বুধবার (২২ মে) সকাল ৮ টা থেকে বুদ্ধের মহাবৌধি বৃক্ষের শিকড়ের গোঁড়ায় সাদা চন্দন ও লাল চন্দন পানীয় বোতলে ভরে দায়ক দায়িকারা সহ ছোট বড় সকলে বৌধি বৃক্ষের শিকড়ে পানি ঢালিয়ে গৌতম বুদ্ধের কাছে প্রাথর্ণা করে শুভ বুদ্ধ পুর্ণিমা পালন করা হয়।

 

এসময় প্রধান দায়ক ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদুমং মারমা উপস্থিত ছিলেন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন হে: পাড়া কেন্দ্রীয় বিহারে বিহারাধ্যক্ষ উ: ওয়ানাছারা ভিক্ষু সহ বিভিন্ন পাড়া হতে দায়ক দায়িকারা সহ ছোট বড় বৌদ্ধ ধর্মাবলম্বী পূর্ণ্যার্থীরা অংশগ্রহণ করেন। আজ গৌতম বুদ্ধের প্রধান অনুসারী হয়ে সকল বৌদ্ধ জাতি সারা বিশ্বের এক সাথে বুদ্ধ পূর্ণিমা পালন করছে।

438069854 820998403292669 2222495398826512902 n 1

সকাল হতে দায়ক দায়িকা সারিবদ্ধ হয়ে ছোট বড় সবাই বিহারে এসে সমাগম করতে দেখা যায়। দায়িকা হাতে খ্যেয়াইং বা ভাতের টিফিন, ফল ফ্রুট, মিষ্টি পানীয় সহকারে হাতে নিয়ে বিহারে নিয়ে আসেন। এরপর গৌতম বুদ্ধের কাছে এসব জিনিষ পাত্রে সাজিয়ে দান করতে দেখা যায়। গৌতম বুদ্ধের কাছে প্রদীপ পূজা, অষ্টদান, ফুল পূজা করা হয়। সকাল ১১ টা বিহার অধ্যক্ষ ওয়াইনাছারা দায়ক দায়িকার উদ্দেশ্য গৌতম বুদ্ধের চিরন্তন বাণী পাঠ করেন ও জাতক সহ ধর্মীয় দেশনা প্রদান করেন।

 

গৌতম বুদ্ধের অনুসারী হয়ে সকলে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। আজকে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) বড় উৎসব। সারা বিশ্বব্যাপী প্রতিটি ঘরে ঘরে শান্তিতে বসবাস করুক সকলে গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়েছে। বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম হিসাবে সারা বিশ্বে সুপরিচিত লাভ করেছে। জগতে সকল প্রাণী সুখী হউক। সব্বে সত্তা সুখীতা হোন্ত।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বা:হা: হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা পালিত

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
print news

 

 

চাইথোয়াইমং মারমাঃ

 

রাঙ্গাামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সুপরিচিত বৌদ্ধ ধর্মের বা: হা: হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা মহাসমারোহে পালিত হয়েছে।

 

আজ বুধবার (২২ মে) সকাল ৮ টা থেকে বুদ্ধের মহাবৌধি বৃক্ষের শিকড়ের গোঁড়ায় সাদা চন্দন ও লাল চন্দন পানীয় বোতলে ভরে দায়ক দায়িকারা সহ ছোট বড় সকলে বৌধি বৃক্ষের শিকড়ে পানি ঢালিয়ে গৌতম বুদ্ধের কাছে প্রাথর্ণা করে শুভ বুদ্ধ পুর্ণিমা পালন করা হয়।

 

এসময় প্রধান দায়ক ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদুমং মারমা উপস্থিত ছিলেন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন হে: পাড়া কেন্দ্রীয় বিহারে বিহারাধ্যক্ষ উ: ওয়ানাছারা ভিক্ষু সহ বিভিন্ন পাড়া হতে দায়ক দায়িকারা সহ ছোট বড় বৌদ্ধ ধর্মাবলম্বী পূর্ণ্যার্থীরা অংশগ্রহণ করেন। আজ গৌতম বুদ্ধের প্রধান অনুসারী হয়ে সকল বৌদ্ধ জাতি সারা বিশ্বের এক সাথে বুদ্ধ পূর্ণিমা পালন করছে।

438069854 820998403292669 2222495398826512902 n 1

সকাল হতে দায়ক দায়িকা সারিবদ্ধ হয়ে ছোট বড় সবাই বিহারে এসে সমাগম করতে দেখা যায়। দায়িকা হাতে খ্যেয়াইং বা ভাতের টিফিন, ফল ফ্রুট, মিষ্টি পানীয় সহকারে হাতে নিয়ে বিহারে নিয়ে আসেন। এরপর গৌতম বুদ্ধের কাছে এসব জিনিষ পাত্রে সাজিয়ে দান করতে দেখা যায়। গৌতম বুদ্ধের কাছে প্রদীপ পূজা, অষ্টদান, ফুল পূজা করা হয়। সকাল ১১ টা বিহার অধ্যক্ষ ওয়াইনাছারা দায়ক দায়িকার উদ্দেশ্য গৌতম বুদ্ধের চিরন্তন বাণী পাঠ করেন ও জাতক সহ ধর্মীয় দেশনা প্রদান করেন।

 

গৌতম বুদ্ধের অনুসারী হয়ে সকলে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। আজকে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) বড় উৎসব। সারা বিশ্বব্যাপী প্রতিটি ঘরে ঘরে শান্তিতে বসবাস করুক সকলে গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়েছে। বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম হিসাবে সারা বিশ্বে সুপরিচিত লাভ করেছে। জগতে সকল প্রাণী সুখী হউক। সব্বে সত্তা সুখীতা হোন্ত।