রিপন মারমা, কাপ্তাইঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
বুধবার (২২ মে) সকালে চিৎমরম বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরির্বিাণ সহ ত্রি-স্মৃতিবিজড়িত দিনটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জাদি বিহার প্রাঙ্গণের বোধি বৃক্ষতলে এসে সমবেত হয়। সেখানে পঞ্চশীল গ্রহণের পর হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বী চুম্রাচিং মারমা বলেন, প্রতি বছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ণিমা তিথিকে জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করে আসছেন। এ দিনে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক অশত্থ বা বটবৃক্ষ মূলে ছয় বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন।
উল্লেখ, আড়াই হাজার বছর আগে এ দিনটিতেই বুদ্ধের জন্ম ও প্রয়াণ তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যময় দিন।