মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মানিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২২ মে) সকাল থেকে বিহারে বিহারে ধর্মীয় গান শোনা গেছে। বিকাল ৩ টার দিকে মানিকছড়ি ভিক্ষু সংঘ আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে রাজ বাজার এলাকা ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী মহামুনি বৌদ্ধ মন্দির বিহারে গিয়ে শেষ হয়। পরে মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইনসহ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান চলাপ্রু মারমা (নিলয়), মারমা উন্নয়ন সংসদ মানিকছড়ি শাখা সভাপতি নিংপ্রু মারমা ও উপদেষ্টা মংশেপ্রু মারমা, সহ- সভাপতি কংজপ্রু মারমা শান্তি প্রতীক পায়রা উড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাম্বলীর ভক্ত ও দায়ক দায়িকারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন ত্রিশরণ গ্রহণ, সুগন্ধি চন্দন বোধিবৃক্ষ পবিত্র জল, সন্ধ্যায় হাজার তৈল প্রদীপ প্রজ্বলন ও সংঘদানসহ নানাবিধ দান ভিক্ষু সংঘের স্বস্তি ভাষণ দিনব্যাপী নানা আয়োজনসহ দেশ ও বিশ্বব্যাপী মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ভিক্ষু সংঘে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকছড়ি বৌদ্ধ বিহার ও সুজাতা অনাথ আশ্রমে ভদন্ত উত্তমা মহাথের, দেবাতলী বৌদ্ধ বিহারে ভদন্ত পাইন্ডিতা মহাথের, ফটিকছড়ি ভূজপুর হরিনা অমৃতধাম ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভূজপুর আমতলী বৌদ্ধ বিহারে ভদন্ত ধর্মনন্দ থের, আবাসিক পান্তাশালা ধর্মকুর বৌদ্ধ বিহারে ভদন্ত সত্যজিৎ থেরো, ওয়াকছড়ি ত্রিরত্ব বৌদ্ধ বিহারে ভদন্ত ইন্দ্রসারা থের, সারিপুত্র বিমল তিষ্য স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্রতম ধর্মীয় উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ, বোধি বা সিদ্ধিলাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্রতম দিন।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ লাভের জন্য প্রতি বছরই বৌদ্ধ ধর্মালম্বীরা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে জাঁকজমক পূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।