এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রামঃ
সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রী অন্যান্যদের মৃত্যুতে আগামীকাল ২৩ মে, ২০২৪ বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, গত রবিবার (১৯ মে) ২০২৪ ইং ইরানের পূর্ব আজার বাইজান প্রদেশে জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও অন্যান্যদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে এ শোক পালন করা হবে।
এ উপলক্ষে আগামী (২৩ মে) ২০২৪ ইং বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশের মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই দিনে নিহতদের আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।