Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে বাসা ফাউন্ডেশন মৌ চাষীদের মাঝে মৌ-চাষের উপকরণ বিতরণ

print news

 

কাউখালী প্রতিনিধিঃ

রাঙামাটির কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় মৌ-চাষীদের মাঝে বাসা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা অফিস কর্তৃক মৌচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। এই সময় মৌচাষ সরঞ্জামাদির উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা টেকনিক্যাল ফ্যাসিলেটর অফিসার সুমন প্রিয় চাকমা, কাউখালী উপজেলা প্রতিনিধি মঞ্জু চাকমা।

 

শনিবার (২৫ মে) সকাল ১১টায় ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় কাউখালী উপজেলার মৌ চাষ উদ্যোক্তাকে চাষীকে স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশে এর সহযোগিতায় মৌচাষের সরঞ্জামাদির উপকরণ বিতরণ করেছেন বাসা ফাউন্ডেশন।

445369024 969656571277671 9166844626003198108 n

বাসা ফাউন্ডেশন এর খাগড়াছড়ি জেলার টেকনিক্যাল ফ্যাসিলেটর সুমন প্রিয় চাকমা বলেন, পার্বত্য এলাকার নতুন মৌ চাষীদের মৌ চাষে উদ্ধুদ্ধ করতে এবং মৌ চাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে আয় সমৃদ্ধির লক্ষ্যে বাসা ফাউন্ডেশনের শীর্ষক প্রকল্প হিসেবে কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় কাউখালীতে নতুন মৌচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণের একটি অংশ।

 

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে মৌ চাষে উদ্বুদ্ধ করতে এবং নতুন মৌ চাষ উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ দিয়ে থাকে বাসা ফাউন্ডেশন এনজিও। এমনকি প্রশিক্ষণ শেষে মৌ চাষের উপকরণ বিতরণ সহ বিভিন্ন টেকনিক্যাল সার্ভিস প্রমোট করা হয়ে থাকে প্রশিক্ষণ চলাকালে।

442510719 969656817944313 5930888519302112900 n

এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই সময় কাউখালী উপজেলার মৌ চাষীদের মাঝে কমপক্ষে ২৫ জনের অধিক উপকরণ বিতরণ করা হয়েছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাউখালীতে বাসা ফাউন্ডেশন মৌ চাষীদের মাঝে মৌ-চাষের উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
print news

 

কাউখালী প্রতিনিধিঃ

রাঙামাটির কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় মৌ-চাষীদের মাঝে বাসা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা অফিস কর্তৃক মৌচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। এই সময় মৌচাষ সরঞ্জামাদির উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা টেকনিক্যাল ফ্যাসিলেটর অফিসার সুমন প্রিয় চাকমা, কাউখালী উপজেলা প্রতিনিধি মঞ্জু চাকমা।

 

শনিবার (২৫ মে) সকাল ১১টায় ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় কাউখালী উপজেলার মৌ চাষ উদ্যোক্তাকে চাষীকে স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশে এর সহযোগিতায় মৌচাষের সরঞ্জামাদির উপকরণ বিতরণ করেছেন বাসা ফাউন্ডেশন।

445369024 969656571277671 9166844626003198108 n

বাসা ফাউন্ডেশন এর খাগড়াছড়ি জেলার টেকনিক্যাল ফ্যাসিলেটর সুমন প্রিয় চাকমা বলেন, পার্বত্য এলাকার নতুন মৌ চাষীদের মৌ চাষে উদ্ধুদ্ধ করতে এবং মৌ চাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে আয় সমৃদ্ধির লক্ষ্যে বাসা ফাউন্ডেশনের শীর্ষক প্রকল্প হিসেবে কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় কাউখালীতে নতুন মৌচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণের একটি অংশ।

 

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে মৌ চাষে উদ্বুদ্ধ করতে এবং নতুন মৌ চাষ উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ দিয়ে থাকে বাসা ফাউন্ডেশন এনজিও। এমনকি প্রশিক্ষণ শেষে মৌ চাষের উপকরণ বিতরণ সহ বিভিন্ন টেকনিক্যাল সার্ভিস প্রমোট করা হয়ে থাকে প্রশিক্ষণ চলাকালে।

442510719 969656817944313 5930888519302112900 n

এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই সময় কাউখালী উপজেলার মৌ চাষীদের মাঝে কমপক্ষে ২৫ জনের অধিক উপকরণ বিতরণ করা হয়েছে।