কাউখালী প্রতিনিধিঃ
রাঙামাটির কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় মৌ-চাষীদের মাঝে বাসা ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা অফিস কর্তৃক মৌচাষের উপকরণ বিতরণ করা হয়েছে। এই সময় মৌচাষ সরঞ্জামাদির উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা টেকনিক্যাল ফ্যাসিলেটর অফিসার সুমন প্রিয় চাকমা, কাউখালী উপজেলা প্রতিনিধি মঞ্জু চাকমা।
শনিবার (২৫ মে) সকাল ১১টায় ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় কাউখালী উপজেলার মৌ চাষ উদ্যোক্তাকে চাষীকে স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশে এর সহযোগিতায় মৌচাষের সরঞ্জামাদির উপকরণ বিতরণ করেছেন বাসা ফাউন্ডেশন।
বাসা ফাউন্ডেশন এর খাগড়াছড়ি জেলার টেকনিক্যাল ফ্যাসিলেটর সুমন প্রিয় চাকমা বলেন, পার্বত্য এলাকার নতুন মৌ চাষীদের মৌ চাষে উদ্ধুদ্ধ করতে এবং মৌ চাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে আয় সমৃদ্ধির লক্ষ্যে বাসা ফাউন্ডেশনের শীর্ষক প্রকল্প হিসেবে কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় কাউখালীতে নতুন মৌচাষীদের মাঝে এসব উপকরণ বিতরণের একটি অংশ।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে মৌ চাষে উদ্বুদ্ধ করতে এবং নতুন মৌ চাষ উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ দিয়ে থাকে বাসা ফাউন্ডেশন এনজিও। এমনকি প্রশিক্ষণ শেষে মৌ চাষের উপকরণ বিতরণ সহ বিভিন্ন টেকনিক্যাল সার্ভিস প্রমোট করা হয়ে থাকে প্রশিক্ষণ চলাকালে।
এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই সময় কাউখালী উপজেলার মৌ চাষীদের মাঝে কমপক্ষে ২৫ জনের অধিক উপকরণ বিতরণ করা হয়েছে।