বান্দরবান প্রতিনিধি:
অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মে) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিনিয়র জেলা স্বাস্থ্য কর্মকর্তা সাশৈচিং মারমা”র সঞ্চালনায় ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান।
সিভিল সার্জন জানান, বান্দরবানের ৭টি উপজেলায় জনসংখ্যা রয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ১৮৮ জন। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সে ১০ হাজার ৩৮০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সে ৬৫ হাজার ৭২১ জনসহ সর্বমোট ৭৬ হাজার শিশুদেরকে লক্ষ্যে করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরো জানান, বান্দরবানের রুমা,রোয়াংছড়ি এবং থানচিসহ তিন উপজেলার পরিস্থিতি খারাপের কারণে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তবুও চেষ্টা চালাচ্ছি নানা সমস্যা প্রতিকুলতা পার করে কিভাবে মাঠ পর্যায়ের গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যায় । তবে আমরা আশাবাদী এই চ্যালেঞ্জিং অতিক্রম করে সেসব শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো আওতায় আনতে সক্ষম হবো এছাড়া কর্মশালায় ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।