রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মহালছড়ি মারমা উন্নয়ন সংসদ প্রতিনিধি ও গ্রামবাসীদের পক্ষে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা (মূর্ত বাবু) ও ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এর সাথে শুভেচ্ছা বিনিময়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময়ে মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মংরে মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ও মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি থুইহ্লা অং মারমা, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কংজরী মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংনুপ্রু মারমা, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক থুইসাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মংসাঞো মারমা, সিঙ্গিনালা শাপলা সংঘ ক্লাবের কিছু সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।