চাইথোয়াইমং মারমাঃ
রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড়ের অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
সোমবার (৩ জুন) সকাল ১০টায় ১০ আর ই ব্যাটলিয়নের ২৫ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বরাদম, গবাগনা ও হাজাছড়ি এলাকায় বসবাসকারী অসহায় দরিদ্র পরিবারের গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব। এ সময় তিনি ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এ রকম সুবিধা বঞ্চিত পাহাড়ের মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।