সাইফুল ইসলাম, রামগড়ঃ
খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। ৭ই জুন (শুক্রবার) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক এর আয়োজনে রিপোর্টারস্ ইউনিটের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রিপোর্টার ইউনিটের সভাপতি সাংবাদিক বাহার উদ্দিন।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল), রামগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি নিজাম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশবাংলা প্রতিনিধি মোশাররফ হোসেন, অরুণ্য বার্তার পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাস, রিপোর্টারস্ ইউনিটের সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দরা বলেন, পাঠকনন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা দীর্ঘদিন ধরে দেশের মানুষের সমস্যা ও উন্নয়নের কথা সমানভাবে তুলে ধরছে। বস্ত নিষ্ঠা সত্য সংবাদ তুলে ধরাই সাংবাদিকতার মুল কাজ। একটি স্বাধীনতা রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। সাংবাদিক পেশা মানে মহান পেশা। সমাজের আয়নার দর্পণ। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলে।
এছাড়াও অনুষ্ঠানে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জাতীয় অর্থনীতি ও দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তার প্রতিনিধি সাইফুল ইসলাম,দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি শাহেদ হোসেন রানা,দৈনিক গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি বেলাল হোসেন, আলো টিভি ও সমকাল প্রতিনিধি তুহিন নিজাম, সাংবাদিক শরীফ উদ্দিন সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।