নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
এক সময়ের ছাত্রনেতা থেকে আজকের জননন্দিত জননেতা। কর্ম-শ্রম, মেধা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিকতার ফসল হিসেবে এখন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তিনি। এমনটাই বলছেন উপজেলার স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ।
ঘাত-প্রতিঘাত ভুলে গিয়ে, উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নব-নির্বাচিত লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল দাশ বাবু বলেন, এ বিজয় আমার নয়, এ বিজয় লংগদুবাসীর। তাই সকল রাগ, অভিমান, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলেমিশে কাজ করবো এবং একই সাথে লংগদুকে এখন থেকে ঘুষ, দুর্নীতি ও কেলেঙ্কারিমুক্ত উপজেলা গড়ে তুলবে বলে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান মো. রকিব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে বরণ করে নিয়েছেন লংগদুবাসী।
শপথ গ্রহণ শেষে ফেরার পথে শুক্রবার বিকেলে লংগদুর প্রবেশমুখে উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গা বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আটারকছড়া, ইসলামাবাদ, আলতাফ মার্কেট, বাইট্টাপাড়া, মুসলিম ব্লক, মাইনী বাজার, কাঠালতলা ঘুরে উপজেলা সদরে এসে শেষ হয়। পরে নবনির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং উৎসুক জনতাসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সামাজিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় ও সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিব হোসেন ও ফাতেমা জিন্নাহ। এসময় উপস্থিত ছিলেন লংগদু জেলা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাবিবুর রহমান, সুভাষ চন্দ্র দাশ, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিঠু বড়ুয়া, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন মিলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, যুবলীগের সভাপতি মো. চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, সহ সভাপতি কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, বগাচতর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহেল প্রমুখ।
এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে কামাল হোসেন কমল, শফিকুল ইসলাম, আবুল বশর, অজয় চাকমা মিত্র, বিক্রম চাকমা বলি ও হযরত আলী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, কলেজ এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সহ পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর হাজারো লোকজন উপস্থিত ছিলেন।