বান্দরবান প্রতিবেদক:
বান্দরবানে আলীকদমের পর্যটন কেন্দ্র মেরাইতংয়ে বেড়াতে এসে ইফতেখার আহম্মেদ আবিদ(২০)নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) ভোর ৫ টায় আলীকদমের পর্যটন কেন্দ্র মেরাইতং পাড়া থেকে লামা হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
সে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গান্ধীনা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ইফতেখার আহম্মেদ আবিদ এর বন্ধু নাফিজ হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অনেক রাত হওয়ায় রাতে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। শনিবার ভোর ৫ টার দিকে ঘুমের মধ্যে আবিদ খিঁচুনী দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমরা তাৎক্ষনিক তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ পর্যটক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শ্বাস কষ্ট ছিলো বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি বলেন, দুর্গম পাহাড়-ঝর্ণায় রোদের মধ্যে সারাদিন বেড়ানোর কারণে শরীর দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে আবিদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসছেন। পরিবারের লোকজন পৌঁছালে তার লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।