প্রিন্স এডওয়ার্ড মাংসাং, টাঙ্গাইলঃ
কবিতা রচনার সঙ্গে কিন্তু আবৃত্তি শিল্পের সরাসরি কোনোই সম্পর্ক নেই। কবিদের কারবার অনুভব, আবেগ, সৌন্দর্য, ভাবনা, বোধ, ইত্যাদি নিয়ে; কালি-কলম নিয়ে। তার সঙ্গে শব্দচয়নেরই সম্পর্ক বেশি; শ্রাব্যধ্বনির ততটা নয়। ধ্বনির কারবার আবৃত্তি শিল্পীর। আবেগ-অনুভূতি, মায় চিন্তাগতিকে পর্যন্ত কণ্ঠস্বরের সাহায্যে ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলার দায়িত্ব তাঁদের। সেসবের চর্চা পর্যন্ত কেউ কেউ করেন। তাঁদের আবৃত্তির ক্ষেত্রে যদি তাঁরা কবিতাটা ঠিক ‘বুঝেছেন’ ও বোঝাতে পারছেন কিনা এ-প্রশ্ন তুলি, তাহলে স্বয়ং কবির আবৃত্তিতেও একই প্রশ্ন ওঠে: নিজে তিনি নিজের ভাবনাটা শ্রোতাকে ঠিকঠাক শোনাতে পারছেন তো?
আমরা হ্যাঁ কিম্বা না জাতীয় সহজ উত্তর খুঁজে নিয়ে তর্ক জুড়ে দিই, কারণ আসলে এই দু’ধরনের উপস্থাপনা ঘটার ফলে দু’ধরনের শ্রোতা তৈরি হয়ে যায়: একদল আবৃত্তিকারের কণ্ঠসৌন্দর্য, উচ্চারণসৌকর্য ইত্যাদিতে, তবে হ্যাঁ, তেমনি টাঙ্গাইলের পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয় এর কমলমতি কিউট ছাত্র ছাত্রীরা এই বয়সে সেই অসাধ্যকেই সাধন করে চলেছে “মাটির মা ফাউন্ডেশন” এর উদ্যোগে! যেখানে এই বয়সি অনেক ছেলেমেয়ে স্কুল থেকে বাসায় বা বাড়িতে ফিরেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেখানে লেখালেখি ধারে কাছে যাওয়ার চিন্তাই করে না সেখানে “মাটির মা ফাউন্ডেশন” এর উদ্যোগে কবিতা লেখা আবৃত্তি ও উপস্থাপনা সত্যিই খুবই সুন্দর উদ্যোগ। এর ফলে ভবিষ্যতে মানুষের সামনে কথা বলার যে বাচনভঙ্গি সাহস সেগুলোও শিখে উঠছে, তাতে সংস্কৃতি চর্চা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং মানুষের সামনে সাবলীল ভাষায় কথা বলার যে সাহস সেই অসম্ভবকেই তারা সম্ভব করে তুলছে।
পরিচালনায় -আরিফ আহমেদ সাংস্কৃতিক সম্পাদক মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল, উপস্থাপনায় ছিলেন – তাসনিম মাহাবুব এবং ইলিয়াস।
প্রধান অতিথি : অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক কবি ও সংগঠক, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন ঢাকা,
সভাপতি -মতিয়ারা মুক্তা, চেয়ারম্যান, “মাটির মা ফাউন্ডেশন”, বিচারক হিসেবে ছিলেন- গোপাল কর্মকার, কবি ও সংগঠক সহ সভাপতি “মাটির মা ফাউন্ডেশন” টাঙ্গাইল জেলা। প্রিন্স এডওয়ার্ড মাংসাং, সাংবাদিক, সদস্য “মাটির মা ফাউন্ডেশন” টাঙ্গাইল জেলা।
সার্বিক সহযোগিতায় ছিলেন সুলতানা শামীমা নাসরীন পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়। ক্যামেরায়: মোঃ মাসুম সাংবাদিক ও সদস্য “মাটির মা ফাউন্ডেশন”
বিজয়ী- স্বরচিত কবিতা পাঠ ১ম স্থান, তাসনীম মাহবুব, ২য় স্থান আদ্রিয়া রায় দিয়া ৩য় স্থান আরাফ মাহমুদ স্পন্দন, বিজয়ী আবৃত্তি – ১ম স্থান আতিয়া রহমান তাবাসসুম ও ত্বহা, ২য় স্থান ইফফাত বিনতে আব্দুল্লাহ্, ৩য় স্থান লীনাত জাহান।
মাটির মা ফাউন্ডেশনের আয়োজনে গত ১০ ই জুলাই ২০২৩ থেকে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়ে আসছে। স্কুল প্রধান শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে লেখক স্বত্বা জাগিয়ে তুলতে এই অভিনব কৌশল। নতুন লেখক ও আবৃত্তি শিল্পী গড়ে তুলতে মাটির মা ফাউন্ডেশন ২০১৫ থেকে এ ধরনের আয়োজন টাঙ্গাইল সহ দেশের অন্যান্য জেলাতেও করে থাকেন। এ মাসের আয়োজন ছিল ‘বর্ষা’ ঋতু নিয়ে কবিতা লেখা এবং আবৃত্তি।